ভারত সফররত সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহয়নি মঙ্গলবার নতুন দিল্লীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।

     বিদেশমন্ত্রী, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সংযুক্ত আরব আমির শাহির রাষ্ট্রপতি এবং যুবরাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।

     প্রধানমন্ত্রী মোদী, সংযুক্ত আরব আমির শাহির সফরের সময় যে উষ্ণ আতিথেয়তা পেয়েছিলেন, তা স্মরণ করেন। সেদেশের রাষ্ট্রপতি এবং যুবরাজের সুস্বাস্হ্য, আনন্দ এবং সাফল্যমন্ডিত জীবন প্রার্থনা করে তাঁর শুভেচ্ছা বার্তাটি পৌঁছে দিতে শ্রী মোদী অনুরোধ করেন। গত ৫ বছরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

     সংযুক্ত আরব আমির শাহির বিদেশমন্ত্রী বলেন, দু-দেশের সুসম্পর্কের আগে এই উচ্চতায় পৌঁছায়নি। দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ বজায় রেখে দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়নে তিনি সংযুক্ত আরব আমির শাহির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান, যার মাধ্যমে এই অঞ্চলে শান্তি সমৃদ্ধি এবং স্হিতিশীলতা আসবে।

     প্রধানমন্ত্রী বাণিজ্য ও অর্থনীতি, শক্তি, পর্যটন এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক নিবিড় করার লক্ষ্যে সংযুক্ত আরব আমির শাহির নেতৃবৃন্দের সঙ্গে একযোগে কাজ করার তার অঙ্গীকার আবারও ব্যক্ত করেন।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Portraits of PVC recipients replace British officers at Rashtrapati Bhavan

Media Coverage

Portraits of PVC recipients replace British officers at Rashtrapati Bhavan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 18 ডিসেম্বর 2025
December 18, 2025

Citizens Agree With Dream Big, Innovate Boldly: PM Modi's Inspiring Diplomacy and National Pride