নতুন দিল্লিতে সরকারি সফরে থাকা শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপক্সে ১৬ই মার্চ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
অর্থমন্ত্রী রাজাপক্সে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য উভয় দেশের উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং শ্রীলঙ্কার অর্থনীতিতে ভারতের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি এবং ‘সাগর’ (এসএজিএআর) অর্থাৎ সংশ্লিষ্ট অঞ্চলে সকলের জন্য নিরাপত্তা ও সমৃদ্ধির তত্ত্বে শ্রীলঙ্কা যে মুখ্য ভূমিকা গ্রহণ করেছে, সে বিষয়ের উল্লেখ করেন। তিনি পুনরায় জানিয়েছেন যে, ভারত শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে সবসময়েই রয়েছে।
অর্থমন্ত্রী রাজাপক্সে সাংস্কৃতিক ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মানুষের সঙ্গে মানুষের গভীর সম্পর্কের কথা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বুদ্ধ ও রামায়ণ পর্যটন সার্কিটের যৌথ প্রচার সহ পর্যটকের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেছেন।