প্রধানমন্ত্রী মোদী আজ আচমকা হুনার হাট পরিদর্শন করেন, দিল্লির ইন্ডিয়া গেটের কাছে এই মেলার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পী, রন্ধনশিল্পী এবং কারিগরদের তৈরি পণ্য প্রদর্শন করার জন্য একটি অসাধারণ প্লাটফর্ম এই হুনার হাট। যেসব হস্তশিল্পী, রন্ধনশিল্পী এবং কারিগর হুনার হাট-এ স্টল দিয়েছেন, প্রধানমন্ত্রী সেগুলি ঘুরে পরিদর্শন করেন।
পরিদর্শনের এক্সক্লুসিভ ছবিগুলি এখানে রয়েছে।









