প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ (২০২৫-২৬ অর্থবর্ষ থেকে প্রতি বছর ৫০০ কোটি টাকা) ৪ বছরের জন্য ২০০০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় খাতে “জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন (এনসিডিসি)-কে অনুদান সহায়তা” অনুমোদন করেছে।

২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ অর্থবর্ষ পর্যন্ত এনসিডিসি-কে ২০০০ কোটি টাকা অনুদান সহায়তার ভিত্তিতে এনসিডিসি ৪ বছরের মধ্যে খোলা বাজার থেকে ২০,০০০ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হবে। এই তহবিল এনসিডিসি-র মাধ্যমে নতুন প্রকল্প স্থাপন/কারখানা সম্প্রসারণের জন্য সমবায়গুলিকে ঋণ প্রদান এবং কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা পূরণে ঋণ প্রদানের জন্য ব্যবহার করা হবে। 

আর্থিক প্রভাব :

এনসিডিসি-কে ২০০০ কোটি টাকা ভারত সরকারের বাজেট সহায়তার মাধ্যমে প্রদান করা হবে। 

সুবিধা :

সারা দেশে দুগ্ধ, পশু পালন, মৎস্য, চিনি, বস্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং হিমাগারের মতো বিভিন্ন ক্ষেত্রে ১৩,২৮৮টি সমবায় সমিতির প্রায় ২.৯ কোটি সদস্য উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বাস্তবায়নের কৌশল এবং লক্ষ্য :

১. প্রকল্পের বাস্তবায়ন, তহবিল বিতরণ, পর্যবেক্ষণ, তহবিল থেকে বিতরণ করা ঋণ পুনরুদ্ধারের উদ্দেশ্যে এনসিডিসি এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হবে।

২. এনসিডিসি তাদের নির্দেশিকা অনুসারে রাজ্য সরকারের মাধ্যমে অথবা সরাসরি সমবায়গুলিকে ঋণ প্রদান করবে। 

৩. এনসিডিসি সমবায়গুলিকে ঋণ বিভিন্ন ক্ষেত্রের জন্য প্রকল্প সুবিধা স্থাপন, আধুনিকীকরণ, প্রযুক্তির উন্নয়ন বা সম্প্রসারণের জন্য দীর্ঘমেয়াদী ঋণ ও তাদের ব্যবসার দক্ষতার সঙ্গে এবং লাভজনকভাবে পরিচালনার জন্য কার্যকরী মূলধন প্রদান করবে। 

কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা সহ প্রভাব :

১. এই সমবায়গুলিকে প্রদত্ত তহবিল আয় বর্ধক মূলধন সম্পদ তৈরিতে সহায়তা করবে এবং সমবায়গুলিকে কার্যকরী মূলধনের আকারে অত্যন্ত প্রয়োজনীয় সুবিধা প্রদান করবে।

২. অর্থনৈতিক সুবিধার পাশাপাশি বিভিন্ন নীতির মাধ্যমে সমবায়গুলি আর্থ-সামাজিক বিভেদ পূরণে এবং কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য একটি গুরুত্বপূ্র্ণ ব্যবস্থা।

৩. ঋণ পেলে সমবায়গুলি তাদের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকীকরণ, কাজকর্মে বৈচিত্র্য, লাভজনক বৃদ্ধিতে সহায়তা করবে। তাদের উৎপাদনশীলতা বাড়াতে এবং কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হবে। কৃষক সদস্যদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

৪. অতিরিক্ত পরিকাঠামো উন্নয়নের জন্য মেয়াদী ঋণ দক্ষতার ভিত্তিতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

প্রেক্ষাপট :

সমবায় ক্ষেত্র ভারতীয় অর্থনীতিকে ব্যাপক অবদান রেখেছে। গ্রামীণ আর্থ-সামাজিক ও পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের উৎপাদনের সব ক্ষেত্রেই সমবায়ের উল্লেখযোগ্য অবদান রয়েছে। ভারতে ৮.২৫ লক্ষের বেশি সমবায় রয়েছে। ২৯ কোটিরও বেশি মানুষ এর সদস্য। দেশে ৯৪ শতাংশ কৃষক কোনো না কোনো ভাবে সমবায়ের সঙ্গে যুক্ত। 

গ্রামীণ অর্থনীতিতে বিশেষ অবদানের ফলে দুগ্ধ, হাঁস-মুরগি ও পশুপালন, মৎস্য, চিনি, বস্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণ সংরক্ষণ ও হিমাগার, শ্রম সমবায় এবং মহিলা সমবায় ইত্যাদি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ও কার্যকরী মূলধন ঋণ প্রদানের মাধ্যমে সাহায্য করা বিশেষ জরুরি।  

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
A big deal: The India-EU partnership will open up new opportunities

Media Coverage

A big deal: The India-EU partnership will open up new opportunities
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 28 জানুয়ারি 2026
January 28, 2026

India-EU 'Mother of All Deals' Ushers in a New Era of Prosperity and Global Influence Under PM Modi