প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রধানমন্ত্রী পথবিক্রেতা আত্মনির্ভর নিধি (পিএম স্বনিধি) প্রকল্পের পুনর্গঠন এবং এর ঋণদানের সময়সীমা ৩১/১২/২০২৪-এর পরেও বাড়াবার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ঋণ প্রদানের সময়সীমা ২০৩০ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই প্রকল্পের জন্য মোট বরাদ্দ হয়েছে ৭,৩৩২ কোটি টাকা। পুনর্গঠিত এই প্রকল্পের লক্ষ্য হল, ৫০ লক্ষ নতুন সুবিধাভোগী সহ মোট ১.১৫ কোটি সুবিধাভোগীকে এর আওতায় আনা।
প্রকল্প রূপায়ণের দায়িত্ব যৌথভাবে দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক এবং আর্থিক পরিষেবা দফতরকে। ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানগুলির কাছ থেকে ঋণ যাতে সহজে পাওয়া যায় তা সুনিশ্চিত করা এবং তৃণমূল স্তরে এর কাজকর্মের তদারকি করবে আর্থিক পরিষেবা দফতর।
পুনর্গঠিত এই প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি হল, প্রথম ও দ্বিতীয় দফায় ঋণের অঙ্ক বৃদ্ধি, যেসব সুবিধাভোগী দ্বিতীয় ঋণ পরিশোধ করেছেন তাদের জন্য ইউপিআই সংযুক্ত রুপে ক্রেডিট কার্ড এবং খুচরো ও পাইকারি লেনদেনের জন্য ডিজিটাল ক্যাশব্যাকের সুবিধা। প্রকল্পের আওতাভুক্ত শহর ও মফস্বলের এলাকা আরও সম্প্রসারিত হয়েছে।
প্রথম ঋণের পরিমাণ ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার এবং দ্বিতীয় ঋণের পরিমাণ ২০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। তৃতীয় ঋণের পরিমাণ অপরিবর্তিত রয়েছে ৫০ হাজার টাকায়।
ইউপিআই সংযুক্ত রুপে ক্রেডিট কার্ড পাওয়ার ফলে পথ বিক্রেতারা জরুরী ব্যবসায়িক ও ব্যক্তিগত প্রয়োজন সামাল দিতে তাৎক্ষণিক ঋণের সুবিধা পাবেন।
এছাড়া ডিজিটাল লেনদেনকে উৎসাহ দিতে এর ওপর ১,৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধার সংস্থান রয়েছে।
এই প্রকল্পে পথ বিক্রেতাদের সক্ষমতা বাড়াতে তাঁদের উদ্যোগ স্থাপনের শিক্ষা, আর্থিক সাক্ষরতা, ডিজিটাল দক্ষতা, সংযোগ সাধনের মাধ্যমে বিপণন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং খাদ্য সুরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে অংশীদার হিসেবে সহযোগিতা করবে এফএসএসএআই।
পথ বিক্রেতা এবং তাদের পরিবারের সদস্যদের সার্বিক উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে মাসিক লোক কল্যাণ মেলার মাধ্যমে “স্বনিধি সে সমৃদ্ধি” উপাদানকে আরও জোরদার করা হচ্ছে। ভারত সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে সম্পূর্ণভাবে তাদের কাছে পৌঁছয় তা নিশ্চিত করা হচ্ছে।
কোভিড অতিমারিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়া পথবিক্রেতাদের পাশে দাঁড়াতে ২০২০ সালের ১ জুন এই প্রকল্পের সূচনা হয়। তবে গোড়া থেকেই এই প্রকল্প নিছক আর্থিক সহায়তাকে ছাপিয়ে পথ বিক্রেতাদের এক ধরনের পরিচিতি এবং দেশের অর্থনীতিতে তাদের অবদানকে স্বীকৃতি জানিয়েছে।
চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৬৮ লক্ষেরও বেশি পথ বিক্রেতাকে ৯৬ লক্ষেরও বেশি ঋণ দেওয়া হয়েছে। এর আর্থিক মূল্য ১৩,৭৯৭ কোটি টাকা।
देशभर के अपने रेहड़ी-पटरी वाले भाई-बहनों को आत्मनिर्भर बनाने के लिए हम प्रतिबद्ध हैं। इसी दिशा में आज पीएम स्वनिधि योजना को 31 मार्च, 2030 तक बढ़ाने को मंजूरी दी गई है। मुझे विश्वास है कि यह उनके जीवन में बहुत बड़ा बदलाव लाने में मददगार साबित होगा। https://t.co/6byxlSjOu0
— Narendra Modi (@narendramodi) August 27, 2025


