প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি আজ বিহারে বক্তিয়ারপুর – রাজগীর – তিলাইয়া রেল পথটিকে ডবল লাইনের করে তোলার প্রকল্পে অনুমোদন দিয়েছে। বিহারের চারটি জেলাজুড়ে ১০৪ কিলোমিটার দীর্ঘ এই রেল পথটিকে ডবল লাইনের করে তুলতে খরচ হবে প্রায় ২,১৯২ কোটি টাকা।
এর ফলে রাজগীর, নালন্দা, পাওয়াপুরির মতো পর্যটন স্থলে পুণ্যার্থী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে। উপকৃত হবেন গয়া এবং নওয়াড়ার মতো উন্নয়নকামী জেলার মানুষ। ১,৪৩৪টি গ্রামের ১৩.৬৪ লক্ষ মানুষের পক্ষে এই প্রকল্প খুবই সহায়ক হয়ে উঠবে।
বাণিজ্যিক দিক থেকেও ওই রেল পথটি গুরুত্বপূর্ণ। কয়লা, সিমেন্ট, ফ্লাই অ্যাশ-এর মতো পণ্যের পরিবহণ আরও জোরদার হবে এই প্রকল্পের ফলে। বছরে অতিরিক্ত ২৬ মেট্রিকটন পণ্য পরিবহণের সুযোগ করে দেবে এই প্রকল্প। এই কর্মসূচি পিএম-গতি শক্তি জাতীয় মহা পরিকল্পনার সঙ্গে সাযুজ্যপূর্ণ।
রেল মন্ত্রক পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থার প্রসারে বিশেষ জোর দিচ্ছে। তেল আমদানি কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে সহায়ক প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে।
बिहार में रेल कनेक्टिविटी को बढ़ावा देने के लिए हम प्रतिबद्ध हैं। इसी दिशा में आज हमारी सरकार ने बख्तियारपुर-राजगीर-तिलैया रेलवे लाइन सेक्शन के दोहरीकरण को मंजूरी दी है। इसका लाभ इस पूरे क्षेत्र के लोगों के साथ-साथ तीर्थयात्रियों और पर्यटकों को भी होगा।https://t.co/5b5LwARuES
— Narendra Modi (@narendramodi) September 24, 2025


