প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রকবি রামধারী সিং দিনকর-এর জয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন :
“রাষ্ট্রকবি রামধারী সিং দিনকর-এর জয়ন্তীতে তাঁর প্রতি কোটি কোটি প্রণাম। তাঁর কবিতা বিহার এবং গোটা দেশের মানুষের মধ্যে দেশাত্মবোধের এক অদ্ভূত অনুভূতি জাগিয়ে তোলে। তাঁর কবিতার বহু লাইন এখনও জনমানসে গেঁথে রয়েছে। সাহস ও মানবিকতায় ভরা তাঁর শক্তিশালী এবং অনন্ত সৃষ্টি ভারতমাতার সেবায় উৎসর্গ করতে প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।”
राष्ट्रकवि रामधारी सिंह दिनकर जी को उनकी जयंती पर कोटि-कोटि नमन। उनकी कविताएं बिहार के साथ-साथ देशभर के लोगों में राष्ट्रभक्ति की अद्भुत भावनाएं भरती आई हैं। उनकी कई पंक्तियां आज भी जनमानस में रची-बसी हैं। वीरता और मानवता से ओतप्रोत उनकी ओजस्वी और कालजयी रचनाएं हर पीढ़ी को मां…
— Narendra Modi (@narendramodi) September 23, 2025


