প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, গুজরাতের বডনগরের গৌরবময় ইতিহাস ২৫০০ বছরেরও বেশি পুরনো এবং এর সংরক্ষণ ও রক্ষায় অনন্য প্রয়াস নেওয়া হয়েছে।
এক্স পোস্টে তিনি বলেছেন:
“গুজরাতের বডনগরের গৌরবময় ইতিহাস ২৫০০ বছরেরও বেশি প্রাচীন। এর সংরক্ষণ এবং রক্ষার জন্য বেশ কিছু অনন্য প্রয়াস নেওয়া হয়েছে।”
गुजरात के वडनगर का गौरवशाली इतिहास 2500 साल से भी पुराना है। इसे संजोने और संरक्षित करने के लिए यहां अनूठे प्रयास किए गए हैं। pic.twitter.com/4NvA5vG1Rx
— Narendra Modi (@narendramodi) January 17, 2025


