গুজরাটের দেহগাঁও-এ জলে ডুবে কয়েকজন ব্যক্তি নিহত ও আহত হয়েছেন। প্রত্যেক নিহতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে। আহতদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকার এককালীন আর্থিক অনুদান।
এ সম্পর্কে সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে :
“গুজরাটের দেহগাঁও-এ জলে ডুবে যাওয়ার ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তাদানের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই সহায়তা দেওয়া হবে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে।”
PM @narendramodi has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the drowning incident in Dehgam, Gujarat. The injured would be given Rs. 50,000. https://t.co/Egvnq7Vlnr
— PMO India (@PMOIndia) September 14, 2024


