দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে তাঁর পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দেবীর কাছে সকলের সুখ ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
এক্স পোস্টের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেনঃ
“ দেশজুড়ে আমার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা জানাই। মা দুর্গার আশীর্বাদ প্রত্যেকের জীবনে সুখ ও সুস্বাস্থ্য নিয়ে আসুক , সেই প্রার্থনা করি।“
देशभर के मेरे परिवारजनों को दुर्गा पूजा की ढेरों शुभकामनाएं। मां दुर्गा हर किसी को उत्तम स्वास्थ्य और सुखी जीवन का आशीर्वाद दें।
— Narendra Modi (@narendramodi) October 22, 2023
প্রধানমন্ত্রী আজ অষ্টমী তিথিতে মা মহাগৌরীকে প্রণাম জানান । তিনি একটি স্তোত্র সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ।
“ আজ মা মহাগৌরীকে বিশেষ পূজা-অর্চনার দিন। করুণাময়ী এবং অমোঘ ফলদায়িনী দেবীর কাছে প্রার্থনা করি যে তাঁর সব আশীর্বাদ প্রত্যেকের জীবনে কল্যাণ নিয়ে আসুক।“
आज मां महागौरी की विशेष पूजा-अर्चना का पावन दिन है। करुणामयी और अमोघ फलदायिनी देवी मां से प्रार्थना है कि अपने सभी साधकों को आशीष देकर उनका कल्याण करें। pic.twitter.com/dDrPZvfL3q
— Narendra Modi (@narendramodi) October 22, 2023