প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় নিয়ে চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, এই অগ্রগতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র জোরালো নেতৃত্বের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেছেন যে বন্দিমুক্তি এবং গাজার মানুষের কাছে আরো বেশি করে মানবিক সাহায্য বহু-প্রত্যাশিত স্বস্তি এনে দেবে এবং এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে।
প্রধানমন্ত্রী এক্স পোস্টে বলেছেন;
"আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের চুক্তিকে স্বাগত জানাই। এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহু-র শক্তিশালী নেতৃত্বের প্রমাণও।
আমরা আশা করি বন্দিমুক্তি এবং গাজার মানুষের কাছে মানবিক সাহায্য আরো বেশি পরিমাণে পৌঁছলে তাদের জীবনে স্বস্তি নেমে আসবে এবং দীর্ঘস্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে।
@potus
@realDonaldTrump
@netanyahu"
We welcome the agreement on the first phase of President Trump's peace plan. This is also a reflection of the strong leadership of PM Netanyahu.
— Narendra Modi (@narendramodi) October 9, 2025
We hope the release of hostages and enhanced humanitarian assistance to the people of Gaza will bring respite to them and pave the way…


