Drone survey already completed in 92% of targeted villages
Around 2.2 crore property cards prepared

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বামীত্ব প্রকল্পে ২৭ ডিসেম্বর ১০ টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ২০০টি জেলায় ৪৬,০০০-এরও বেশি গ্রামে সম্মত্তি মালিকদের ৫০ লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ করবেন। বেলা ১২.৩০ নাগাদ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তা অনুষ্ঠিত হবে। 

প্রধানমন্ত্রী গ্রামীণ ভারতে দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দিকে তাকিয়ে স্বামীত্ব প্রকল্পের সূচনা করেন যাতে উন্নত ড্রোন প্রযুক্তির মাধ্যমে বাসস্থান এলাকাগুলিতে গৃহ মালিকদের সম্পত্তির অধিকার সংক্রান্ত নথি দ্রুত প্রদান করা যায়।  

এই প্রকল্পের ফলে সম্পত্তির অধিকার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। ফলে প্রাতিষ্ঠানিক ব্যাঙ্ক ঋণ পাওয়াও সহজ হয়, সম্পত্তি সংক্রান্ত বিবাদের পরিমান কমিয়ে আনা যায়। গ্রামীণ এলাকায় সম্পত্তির মূল্যায়ণ এবং সম্পত্তি কর নির্ধারণ প্রক্রিয়া সহজ হয়ে ওঠে ফলে গ্রাম স্তরের পরিকল্পনা সর্বাত্মক রূপ নেয়। 

ড্রোন সমীক্ষা ৩ লক্ষ ১০ হাজার গ্রামে এ পর্যন্ত সম্পূর্ণ হয়েছে যা নির্ধারিত লক্ষ্যের গ্রামগুলির ৯২ শতাংশ। এ পর্যন্ত প্রায় ১ লক্ষ ৫০ হাজার গ্রামের জন্য ২ কোটি ২০ লক্ষের মতো সম্পত্তি কার্ড প্রস্তুত করা হয়েছে। 

ত্রিপুরা, গোয়া, উত্তরাখণ্ড এবং হরিয়ানাতে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলেও ড্রোন সমীক্ষার কাজও সম্পূর্ণ হয়েছে। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
How PMJDY has changed banking in India

Media Coverage

How PMJDY has changed banking in India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 25 মার্চ 2025
March 25, 2025

Citizens Appreciate PM Modi's Vision : Economy, Tech, and Tradition Thrive