প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লক্ষ্ণৌতে পুলিশ সদর কার্যালয়ে পুলিশের মহানির্দেশক এবং ইন্সপেক্টর জেনারেলদের ৫৬তম সম্মেলনে যোগ দেবেন। আগামী ২০-২১ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

দু-দিনের এই সম্মেলন হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হচ্ছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশের মহানির্দেশক এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রধানরা সশরীরে সম্মেলনে উপস্থিত থাকবেন। অন্যান্য আমন্ত্রিত এবং ইন্টেলিজেন্স ব্যুরো ও রাজ্য এন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকরা নিজেদের সদর দপ্তর থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনে সাইবার অপরাধ, ডেটা পরিচালনা, সন্ত্রাস দমনে চ্যালেঞ্জ, উগ্র চরমপন্থা, মাদক চোরাচালানে বাড়বাড়ন্ত, সংশোধনাগার সংস্কার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হবে। 

২০১৪ থেকে প্রধানমন্ত্রী পুলিশের মহানির্দেশকদের এই সম্মেলনে অংশগ্রহণে আগ্রহ দেখিয়ে আসছেন। একসময়  এই সম্মেলনে প্রধানমন্ত্রীরা প্রতীকি উপস্থিত থাকতেন। কিন্তু, প্রধানমন্ত্রী শ্রী মোদী এই সম্মেলনের সমস্ত আলোচনাসভায় উপস্থিত থাকেন এবং বিভিন্ন বিষয়ে পুলিশ আধিকারিকদের উৎসাহ দেন। আধিকারিকদের সঙ্গে বিভিন্ন রীতি-নীতি, অভ্যন্তরীণ নিরাপত্তার মত বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রী খোলামেলা আলোচনা করেন। 

প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ২০১৪ থেকে পুলিশ মহানির্দেশকদের বার্ষিক এই সম্মেলন দিল্লির বাইরে আয়োজন করা হয়ে আসছে। একসময় প্রথা মত এই সম্মেলন দিল্লিতেই আয়োজন করা হত। কেবল ২০২০ বাদ দিয়ে বিগত বছরগুলিতে এই সম্মেলন দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, ২০১৪-তে এই সম্মেলন গোয়াহাটি, ২০১৫-তে কচ্ছের রন, ২০১৬-তে হায়দ্রাবাদের জাতীয় পুলিশ আকাডেমি, ২০১৭-তে তাকেনপুরে বিএসএফ আকাডেমি, ২০১৮-তে কেভাডিয়া এবং ২০১৯-এ পুণের আইআইএসইআর প্রতিষ্ঠানে আয়োজিত হয়। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Rabi acreage tops normal levels for most crops till January 9, shows data

Media Coverage

Rabi acreage tops normal levels for most crops till January 9, shows data
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi shares a Sanskrit Subhashitam urging citizens to to “Arise, Awake” for Higher Purpose
January 13, 2026

The Prime Minister Shri Narendra Modi today shared a Sanskrit Subhashitam urging citizens to embrace the spirit of awakening. Success is achieved when one perseveres along life’s challenging path with courage and clarity.

In a post on X, Shri Modi wrote:

“उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत।

क्षुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति॥”