প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় মহাকাশ দিবস ২০২৫ উপলক্ষে এক ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেন। এই উপলক্ষে তিনি সকলকে শুভেচ্ছাও জানান। 'আর্যভট্ট থেকে গগণযান : প্রাচীন প্রজ্ঞা থেকে অনন্ত সম্ভাবনা' – এই বছরের মহাকাশ দিবসের এই বিষয়বস্তুর উল্লেখ করে তিনি বলেন, অতি ক্ষুদ্র সময়ের মধ্যে জাতীয় মহাকাশ দিবস আমাদের দেশের তরুণদের কাছে উদ্দীপনা ও অনুপ্রেরণার ক্ষেত্র হয়ে উঠেছে। তিনি বলেন, সম্প্রতি ভারতে 'জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা আন্তর্জাতিক অলিম্পিয়াড' অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় বিশ্বের ৬০টিরও বেশি দেশে প্রায় ৩০০ জন তরুণ অংশ নেন। এই অলিম্পিয়াড মহাকাশ ক্ষেত্রে ভারতের নেতৃত্বের প্রতীক হিসেবে চিহ্নিত করেন তিনি।
শ্রী মোদী বলেন, "মহাকাশ ক্ষেত্রে ভারত এবং আমাদের বিজ্ঞানীরা এখন একের পর এক মাইলফলক অর্জন করে চলেছেন। মাত্র ২ বছরের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনোর ক্ষেত্রে প্রথম দেশ হিসেবে ভারত ইতিহাস তৈরি করেছে।" মাত্র ৩ দিন আগে গ্রুপ ক্যাপটেন শুভাংশু শুক্লার সঙ্গে তাঁর সাক্ষাতের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলনের মাধ্যমে শুভাংশু প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছেন। শুভাংশুর সঙ্গে তাঁর কথোপকথনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি আরও বলেন, নতুন ভারতের তরুণদের মধ্যে তিনি অসীম সাহস এবং অনন্ত স্বপ্ন দেখতে পাচ্ছেন। এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে ভারতীয় মহাকাশচারীদের একটি পুল তৈরির প্রস্তুতির কথাও জানান প্রধানমন্ত্রী।
মহাকাশ দিবসে এই পুলে যোগ দেওয়ার জন্য তিনি তরুণ নাগরিকদের কাছে আবেদন জানান।
প্রধানমন্ত্রী বলেন, "আজকের ভারত সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন ও বৈদ্যুতিক প্রপালশনের মতো প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত এগিয়ে চলেছে। খুব শীঘ্রই ভারত গগণযান মহাকাশে পাঠাবে এবং নিজেদের মহাকাশ স্টেশনও তৈরি করবে।" তিনি আরও বলেন, ভারত ইতিমধ্যেই চাঁদে ও মঙ্গলে পা রেখে ইতিহাস তৈরি করেছে এবং ভবিষ্যতে আরও দূরবর্তী গ্রহে মহাকাশযান পাঠানো হবে।
শ্রী মোদী বলেন, গত ১১ বছরে ভারত মহাকাশ ক্ষেত্রে একের পর এক গুরুত্বপূর্ণ সংস্কার করে চলেছে। একসময় এক্ষেত্রে বহু বাধা ও বিধিনিষেধ ছিল বলে মন্তব্য করেন তিনি। সেইসঙ্গে তিনি আরও জানান, এই সব বিধিনিষেধ এখন তুলে নেওয়া হয়েছে এবং মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে বেসরকারি অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আজ ৩৫০-এর বেশি স্টার্টআপ মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনকে এগিয়ে নিয়ে চলেছে। বেসরকারি ক্ষেত্রের তৈরি প্রথম পিএসএলভি রকেট শীঘ্রই উৎক্ষেপণের কথা ঘোষণা করেন তিনি। শ্রী মোদী আরও বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে 'আর্থ অবজারভেশন স্যাটেলাইট কনস্টেলেশন' উৎক্ষেপণের প্রস্তুতি চলছে।
প্রধানমন্ত্রী বলেন, ভারতের মাটি থেকে বছরে এখন প্রায় ৫ থেকে ৬টি বড় বড় উৎক্ষেপণ হচ্ছে। তিনি প্রশ্নের সুরে বলেন, "আগামী ৫ বছরের মধ্যে আমরা কি মহাকাশ ক্ষেত্রে ৫টি ইউনিকর্ন গড়ে তুলতে পারি?" প্রধানমন্ত্রী এই আশা ব্যক্ত করেন যে, আগামী ৫ বছরের মধ্যে প্রতি বছর যাতে ৫০টি করে রকেট উৎক্ষেপণ করা যায়, সেই লক্ষ্যে বেসরকারি ক্ষেত্র এগিয়ে আসুক।
প্রধানমন্ত্রী বলেন, "আজকের ভারতের প্রশাসনিক কাজকর্মে মহাকাশ প্রযুক্তি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।" এই প্রসঙ্গে তিনি ফসল বিমা যোজনায় উপগ্রহ-নির্ভর মূল্যায়ন, উপগ্রহের মাধ্যমে মৎস্যজীবীদের তথ্য ও সুরক্ষা প্রদান, বিপর্যয় ব্যবস্থাপনা অথবা পিএম গতি শক্তি জাতীয় মাস্টার পরিকল্পনায় ভূ-স্থানিক তথ্যের ব্যবহারের কথা উল্লেখ করেন। সেইসঙ্গে তিনি বলেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের অগ্রগতি প্রত্যেক ভারতীয়ের জীবনযাপনকে সহজ করে তুলেছে। তিনি জানান, কেন্দ্র এবং রাজ্য, উভয় স্তরেই মহাকাশ প্রযুক্তির ব্যবহার বাড়াতে গতকাল 'ন্যাশনাল মিট ২.০'-এর আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতেও এই ধরনের প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আগামীদিনে ভারতের মহাকাশযাত্রা এক নতুন উচ্চতায় পৌঁছবে। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে তিনি আবার সবাইকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং, ইসরোর আধিকারিক, বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন
नेशनल स्पेस डे हमारे युवाओं में उत्साह और आकर्षण का अवसर बन गया है। ये देश के लिए गर्व की बात है।
— PMO India (@PMOIndia) August 23, 2025
मैं स्पेस सेक्टर से जुड़े सभी लोगों को, वैज्ञानिकों को, सभी युवाओं को नेशनल स्पेस डे की बधाई देता हूँ: PM @narendramodi
स्पेस सेक्टर में एक के बाद एक नए milestone गढ़ना... ये भारत और भारत के वैज्ञानिकों का स्वभाव बन गया है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 23, 2025
आज भारत semi-cryogenic engine और electric propulsion जैसी breakthrough technology में तेज़ी से आगे बढ़ रहा है।
— PMO India (@PMOIndia) August 23, 2025
जल्द ही, आप सब वैज्ञानिकों की मेहनत से, भारत गगनयान की उड़ान भी भरेगा...और आने वाले समय में, भारत अपना स्पेस स्टेशन भी बनाएगा: PM @narendramodi
आज स्पेस-टेक भारत में गवर्नेंस का भी हिस्सा बन रही है।
— PMO India (@PMOIndia) August 23, 2025
फसल बीमा योजना में satellite based आकलन हो...
मछुआरों को satellite से मिल रही जानकारी और सुरक्षा हो...
Disaster management हो या PM Gati Shakti National Master Plan में geospatial data का इस्तेमाल हो…
आज स्पेस में भारत…


