প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অসাধারণ শাসন ক্ষমতা ও প্রভাবশালী আন্তর্জাতিক নেতৃত্বদানের জন্য ঘানার রাষ্ট্রপতি জান ড্রামানি মহামা আজ তাঁকে ঘানার জাতীয় সম্মান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানায় সম্মানিত করেছেন। ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী তা দেশের যুবসম্প্রদায়ের আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং নানা বৈচিত্র্য ও ঘানা ও ভারতের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তার উদ্দেশ্যে সমর্পণ করেছেন।

প্রধানমন্ত্রী এই বিশেষ সম্মানের জন্য ঘানার জনগণ ও সেদেশের সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে যে পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ এবং অংশীদারিত্ব রয়েছে, তা ভবিষ্যতেও আরও মজবুত হবে। তিনি বলেন, এই পুরস্কার দুই দেশের মধ্যে বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে নতুন দায়িত্ব অর্পণ করবে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ঘানায় তাঁর এই ঐতিহাসিক সফর ভারত ও ঘানার মধ্যে সম্পর্ককে নতুন গতি প্রদান করবে ।


Click here to read full text speech
I thank the people and Government of Ghana for conferring ‘The Officer of the Order of the Star of Ghana’ upon me. This honour is dedicated to the bright future of our youth, their aspirations, our rich cultural diversity and the historical ties between India and Ghana.
— Narendra Modi (@narendramodi) July 2, 2025
This… pic.twitter.com/coqwU04RZi


