প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চারটি ভীষ্ম (সহযোগ হিত এবং মৈত্রীর জন্য ভারত স্বাস্থ্য উদ্যোগ) কিউব ইউক্রেন সরকারকে আজ প্রদান করেছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি শ্রী ভলোদিমির জেলেন্সকি এই মানবিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এই কিউবগুলি আহতদের চিকিৎসা এবং জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। 

 

প্রত্যেকটি ভীষ্ম কিউব-এ আহতদের প্রাথমিক অবস্থায় চিকিৎসার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম থাকে। এতে শল্যচিকিৎসার সাজ সরঞ্জামও থাকে যাতে অপারেশন রুমে দিনে ১০-১৫টি শল্যচিকিৎসা করা যায়। জরুরি অবস্থায়, যেমন রক্তক্ষরণ, পুড়ে যাওয়া, হাড় ভেঙে যাওয়া, মানসিক আঘাত সহ প্রায় ২০০ রকমের চিকিৎসা পরিস্থিতি মোকাবিলার মতো বন্দোবস্ত কিউবগুলিতে রয়েছে। সীমিত ক্ষেত্রে তা অক্সিজেন সরবরাহ এবং নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটাতে পারে। এই কিউবগুলি পরিচালনার কাজে ইউক্রেনীয়দের প্রশিক্ষণ দিতে ভারত থেকে একদল বিশেষজ্ঞ ডাক্তারকেও নিয়োগ করা হয়েছে। 

 

ইউক্রেনে মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে এই উদ্যোগকে ভারতের অবিচল দায়বদ্ধতার অঙ্গ হিসেবে দেখা হচ্ছে।

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Make in India goes global with Maha Kumbh

Media Coverage

Make in India goes global with Maha Kumbh
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Mizoram meets PM Modi
January 21, 2025