প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের স্বাধীনতা সংগ্রামের দুই মহান যোদ্ধা, তিরুপ্পুর কুমারন ও সুব্রমনিয়া শিবার প্রতি তাঁদের স্মরণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক্স হ্যান্ডলে দুটি আলাদা আলাদা পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
“আজ আমরা ভারতের দুই মহান সন্তান তিরুপ্পুর কুমারন ও সুব্রমনিয়া শিবাকে স্মরণ করছি এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দুজনেই তামিলনাড়ুর সন্তান এবং ভারতের স্বাধীনতা এবং জাতীয়তাবাদের চেতনা জাগিয়ে তোলার সংগ্রামে তাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন ।
তিরুপ্পুর কুমারন শহীদ হন জাতীয় পতাকা হাতে নিয়ে। তিনি নির্ভীক সাহস ও নিঃস্বার্থ আত্মত্যাগের এক প্রকৃত উদাহরণ। সুব্রমনিয়া শিবা তাঁর নির্ভীক লেখনী ও বক্তৃতার মাধ্যমে অসংখ্য যুবকের মধ্যে সাংস্কৃতিক গর্ব ও দেশপ্রেম জাগিয়েছিলেন।
এই দুই মহান ব্যক্তিত্বের প্রচেষ্টা আমাদের সমষ্টিগত স্মৃতিতে অম্লান হয়ে আছে। তাঁরা আমাদের সেই সব অসংখ্য মানুষের সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন যাঁদের জন্য আমরা ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছি। তাঁদের অবদান আমাদের জাতীয় ঐক্য ও উন্নতির পথে চিরদিন অনুপ্রেরণা প্রদান করুক।”
On this day, we remember and bow to two great sons of Bharat Mata, Tiruppur Kumaran and Subramaniya Siva. Both hail from the great state of Tamil Nadu and dedicated their lives to India’s independence and awakening a spirit of nationalism.
— Narendra Modi (@narendramodi) October 4, 2025
Tiruppur Kumaran attained martyrdom…
இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.…
— Narendra Modi (@narendramodi) October 4, 2025


