প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ স্বামী বিবেকানন্দকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, স্বামী বিবেকানন্দের ব্যক্তিত্ব এবং কাজ উন্নত ভারত গড়ে তোলার ক্ষেত্রে আমাদের সংকল্প বাস্তবায়িত করতে সর্বদা নতুন শক্তি জোগায়। “ প্রার্থনা করি, জাতীয় যুব দিবসের এই পবিত্র আবহে আমাদের যুববন্ধু সহ সকল নাগরিকের মধ্যে নতুন শক্তি ও আত্মপ্রত্যয় সঞ্চারিত হোক”।
সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় শ্রী মোদী লিখেছেন,
“ ভারতীয় যুবশক্তির প্রেরণার শক্তিশালী উৎস স্বামী বিবেকানন্দকে তাঁর জন্মদিনে আন্তরিক শ্রদ্ধা জানাই। তাঁর ব্যক্তিত্ব এবং কর্মধারা উন্নত ভারত গড়ে তোলার ক্ষেত্রে আমাদের সংকল্প বাস্তবায়িত করতে সর্বদা নতুন শক্তি জোগায়। প্রার্থনা করি, জাতীয় যুব দিবসের এই পবিত্র আবহে আমাদের যুববন্ধু সহ সকল নাগরিকের মধ্যে নতুন শক্তি ও আত্মপ্রত্যয় সঞ্চারিত হোক”।
भारतीय युवाशक्ति के सशक्त प्रेरणास्रोत स्वामी विवेकानंद को उनकी जयंती पर मेरी आदरपूर्ण श्रद्धांजलि। उनका व्यक्तित्व और कृतित्व विकसित भारत के संकल्प में निरंतर नई ऊर्जा का संचार करने वाला है। मेरी कामना है कि राष्ट्रीय युवा दिवस का यह दिव्य अवसर सभी देशवासियों, विशेषकर हमारे युवा… pic.twitter.com/uP10YeDGP6
— Narendra Modi (@narendramodi) January 12, 2026


