কাশ্মীর উপত্যকায় প্রথম পণ্যবাহী ট্রেনের আগমনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেছেন, এটি এই অঞ্চলকে জাতীয় পণ্যবাহী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
কেন্দ্রীয় রেল, যোগাযোগ এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের একটি পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, এই উন্নয়ন জম্মু ও কাশ্মীরের অগ্রগতি এবং সমৃদ্ধি উভয়কেই বাড়িয়ে তুলবে।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানিয়েছেন;
“জম্মু ও কাশ্মীরে বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে আজ একটি গুরুত্বপূর্ণ দিন! এটি অগ্রগতি এবং সমৃদ্ধি উভয়কেই বাড়িয়ে তুলবে।”
Great day for commerce and connectivity in Jammu and Kashmir! It will enhance both progress and prosperity. https://t.co/IFLcfmZvuW
— Narendra Modi (@narendramodi) August 9, 2025


