প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র রাম নবমী উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন যে ভগবান রামচন্দ্রের জীবন যুগে যুগে প্রেরণা যোগাতে থাকবে।
প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন :
“রাম নবমীর পবিত্র পুণ্য দিনে সকল দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। ত্যাগ, তপস্যা, সংযম এবং সঙ্কল্পের আধারে নির্মিত মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জীবন প্রত্যেক যুগে মানবতার প্রেরণাশক্তি হয়ে থাকবে।”
रामनवमी के पावन-पुनीत अवसर पर समस्त देशवासियों को अनेकानेक शुभकामनाएं। त्याग, तपस्या, संयम और संकल्प पर आधारित मर्यादा पुरुषोत्तम भगवान रामचंद्र का जीवन हर युग में मानवता की प्रेरणाशक्ति बना रहेगा।
— Narendra Modi (@narendramodi) March 30, 2023


