প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নুয়াখাই উপলক্ষে ভারতের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নুয়াখাইয়ের কৃতজ্ঞতা এবং একতার বার্তার ওপর জোর দিয়েছেন, স্বীকৃতি জানিয়েছেন কৃষকদের নিরলস প্রয়াসে, যাঁরা দেশের সুস্থায়িত্ব এবং সমৃদ্ধির মেরুদণ্ডস্বরূপ।
এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন :
“প্রত্যেককে আনন্দময় নুয়াখাইয়ের শুভেচ্ছা জানাই। এই লোকপ্রিয় উৎসব কৃষকদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা স্মরণ করিয়ে দেয়, যাঁদের কঠিন পরিশ্রমে আমরা প্রত্যেকে বেঁচে থাকি। প্রতিটি ঘরে উত্তম স্বাস্থ্য, সমৃদ্ধি এবং সুখ বিরাজমান হোক।
নুয়াখাই জুহার!”
Wishing everyone a joyous Nuakhai. This cherished festival is a reminder of our deep gratitude to the farmers whose hard work sustains us all. May there be good health, prosperity and happiness in every home.
— Narendra Modi (@narendramodi) August 28, 2025
Nuakhai Juhar!
ସମସ୍ତଙ୍କୁ ନୂଆଁଖାଇର ହାର୍ଦ୍ଦିକ ଶୁଭକାମନା । ଏହି ଲୋକପ୍ରିୟ ପର୍ବ କୃଷକମାନଙ୍କ ପ୍ରତି ଆମର ଗଭୀର କୃତଜ୍ଞତାର ସ୍ମରଣ କରାଏ, ଯାହାଙ୍କ କଠିନ ପରିଶ୍ରମ ଆମ ସମସ୍ତଙ୍କର ଭରଣପୋଷଣ କରେ । ପ୍ରତିଟି ଘରେ ଉତ୍ତମ ସ୍ୱାସ୍ଥ୍ୟ, ସମୃଦ୍ଧି ଏବଂ ଖୁସି ବିରାଜମାନ କରୁ ।
— Narendra Modi (@narendramodi) August 28, 2025
ନୂଆଁଖାଇ ଜୁହାର୍ !


