প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমসে পি-২- মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল SH1 বিভাগে ব্রোঞ্জ পদক জেতার জন্য শুটার রুবিনা ফ্রান্সিসকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি রুবিনার অভূতপূর্ব নিষ্ঠা ও ধৈর্যের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স –এ পোস্ট করেছেন :
“এশিয়ান প্যারা গেমসে পি-২- মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল SH1 প্রতিযোগিতায় রুবিনা ফ্রান্সিসের দারুণ ব্রোঞ্জ জয়।
রুবিনার অভূতপূর্ব নিষ্ঠা ও ধৈর্য এটি সম্ভব করেছে। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।”
A great Bronze win by @Rubina_PLY in P2 - Women's 10m Air Pistol SH1 event at the Asian Para Games.
— Narendra Modi (@narendramodi) October 24, 2023
Rubina’s incredible dedication and perseverance have made this possible. Best wishes for the future endeavours. pic.twitter.com/niOXsmyTmk


