মহিলাদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে স্বর্ণপদক জেতায় সাউইটি বুরাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী ট্যুইটে বলেছেন;
“অসাধারণ দক্ষতা প্রদর্শন @saweetyboora-র! মহিলাদের বক্সিং-এ বিশ্ব চ্যাম্পিয়ানশিপে তাঁর স্বর্ণপদক জেতায় গর্বিত। তাঁর এই সাফল্য আগামী ক্রীড়াবিদদের উৎসাহ যোগাবে।”
Exceptional performance by @saweetyboora! Proud of her for winning the Gold Medal in Women's Boxing World Championships. Her success will inspire many upcoming athletes. pic.twitter.com/6gMwyXjYpX
— Narendra Modi (@narendramodi) March 25, 2023