প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২২ সালের কমনওয়েলথ গেমস-এ ভারোত্তোলনে ৫৫ কেজি বিভাগে রৌপ্য পদক জয়ী সঙ্কেত সরগর-কে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “সঙ্কেত সরগর এক ব্যতিক্রমি সাফল্য অর্জন করেছেন ! কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় তিনি রৌপ্য পদক জয় করেছেন। তাঁকে অভিনন্দন জানাই এবং আগামীদিনে তাঁর অনেক সাফল্য কামনা করি।”
Exceptional effort by Sanket Sargar! His bagging the prestigious Silver is a great start for India at the Commonwealth Games. Congratulations to him and best wishes for all future endeavours. pic.twitter.com/Pvjjaj0IGm
— Narendra Modi (@narendramodi) July 30, 2022


