প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস্ – এ মহিলাদের ডিসকাস থ্রো এফ ৩৭/৩৮ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য লক্ষ্মীকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, “মহিলাদের ডিসকাস থ্রো এফ ৩৭/৩৮ বিভাগে সম্মানজনক ব্রোঞ্জ জয়ের জন্য লক্ষ্মীকে অভিনন্দন। তিনি সমগ্র দেশের কাছে অনুপ্রেরণা”।
Congratulations to Lakshmi for the prestigious Bronze in Women's Discus Throw-F37/38 event. She is an inspiration to the entire nation. pic.twitter.com/5pw3swDTSH
— Narendra Modi (@narendramodi) October 27, 2023


