প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্যারা এশিয়ান গেমসে মহিলাদের প্যারা ক্লাব থ্রো-এফ৩২/৫১ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য অ্যাথলিট একতা ভ্যান-কে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন;
“মহিলাদের প্যারা ক্লাব থ্রো-এফ৩২/৫১ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য একতা ভ্যান-কে অভিনন্দন। এই সাফল্যের জন্য ভারত উল্লসিত।”
Congratulations to @BhyanEkta for securing the Bronze Medal in the Women's Para Club Throw - F32/51 event. India is delighted by this achievement! pic.twitter.com/YRZtvEfwRD
— Narendra Modi (@narendramodi) October 24, 2023


