প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্য প্রদেশের বিদিশায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা ত্রাণ সাহায্যর ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে, “মধ্য প্রদেশের বিদিশায় প্রাণহানির ঘটনায় মর্মাহত। স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানাই। নিহতদের নিকটাত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা ত্রাণ সাহায্য দেওয়া হবেঃ প্রধানমন্ত্রী @narendramodi"।
Anguished by the tragedy in Vidisha, Madhya Pradesh. My condolences to the bereaved families. An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 16, 2021


