প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন
এক্স-হ্যান্ডেলে এক পোস্টে শ্রী মোদী বলেছেন:
“শ্রী গোবর্ধন আসরানি জী-র প্রয়াণে গভীরভাবে শোকাহত। একজন প্রকৃত বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী, কয়েক প্রজন্মের দর্শককে আনন্দ দিয়ে গেছেন। তাঁর অনন্যসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি অসংখ্য মানুষকে আনন্দ ও হাসি জুগিয়ে গেছেন। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি।”
Deeply saddened by the passing of Shri Govardhan Asrani Ji. A gifted entertainer and a truly versatile artist, he entertained audiences across generations. He particularly added joy and laughter to countless lives through his unforgettable performances. His contribution to Indian…
— Narendra Modi (@narendramodi) October 21, 2025


