প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত ধ্রুপদী সঙ্গীতশিল্পী পণ্ডিত ছান্নুলাল মিশ্রের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাঁকে ভারতীয় শিল্প ও সংস্কৃতিতে নিবেদিতপ্রাণ এক ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন।
কাশীর ঐতিহ্যের গভীরে নিহিত, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বেনারস ঘরানার অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন পণ্ডিতজি। তাঁর গানের মধ্য দিয়ে শহরের সাঙ্গীতিক ঐতিহ্যের প্রকাশ ঘটতো। এই ঐতিহ্যের সংরক্ষণ ও বহমানতার উদ্দেশ্যে তিনি কাশীর অগণিত তরুণ-তরুণীকে সঙ্গীতশিক্ষা দিয়েছিলেন, বারাণসীতে তাঁর বাড়ি শিক্ষা, নিষ্ঠা ও শৈল্পিক উৎকর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।
পন্ডিত ছান্নুলাল মিশ্র ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর বিশিষ্ট অবদানের জন্য ২০২০ সালে বর্তমান সরকার কর্তৃক ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন,
“সুপ্রসিদ্ধ শাস্ত্রীয় গায়ক পণ্ডিত ছান্নুলাল মিশ্রের প্রয়াণে গভীরভাবে শোকগ্রস্ত। তাঁর জীবন তিনি ভারতীয় কলা ও সংস্কৃতির প্রসারে উৎসর্গ করেছিলেন। শাস্ত্রীয় সঙ্গীতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ভারতীয় পরম্পরাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও তাঁর অমূল্য অবদান ছিল। আমার সৌভাগ্য যে আমি বরাবর তাঁর স্নেহ ও আশীর্বাদ লাভ করে এসেছি। ২০১৪ সালে বারাণসী আসনে আমার প্রস্তাবকও উনিই ছিলেন। শোকের এই প্রহরে আমি তাঁর পরিবারের সদস্য ও অনুগামীদের প্রতি আমার গভীর সমবেদনা ব্যক্ত করছি। ওম শান্তি!”
सुप्रसिद्ध शास्त्रीय गायक पंडित छन्नूलाल मिश्र जी के निधन से अत्यंत दुख हुआ है। वे जीवनपर्यंत भारतीय कला और संस्कृति की समृद्धि के लिए समर्पित रहे। उन्होंने शास्त्रीय संगीत को जन-जन तक पहुंचाने के साथ ही भारतीय परंपरा को विश्व पटल पर प्रतिष्ठित करने में भी अपना अमूल्य योगदान… pic.twitter.com/tw8jb5iXu7
— Narendra Modi (@narendramodi) October 2, 2025


