প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের মদিনায় দুর্ঘটনায় ভারতীয়দের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি আন্তরিক সমবেদনা জানিয়েছেন পরিবারগুলিকে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন যে, রিয়াধের ভারতীয় দূতাবাস, জেড্ডায় ভারতীয় কনস্যুলেট পীড়িতদের যথা সম্ভব সহায়তা করছে। তিনি আরও জানিয়েছেন, ভারতীয় আধিকারিকরা সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে প্রয়োজনীয় সাহায্য এবং সমন্বয় নিশ্চিত করতে।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন :
“মদিনায় দুর্ঘটনাগ্রস্ত ভারতীয়দের জন্য গভীর দুঃখিত। যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে তাঁদের পাশে আছি। আহত সকলের জন্য আরোগ্য কামনা করছি। রিয়াধে আমাদের দূতাবাস এবং জেড্ডায় আমাদের কনস্যুলেট যথা সম্ভব সহায়তা করছে। আমাদের আধিকারিকরা সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।”
Deeply saddened by the accident in Medinah involving Indian nationals. My thoughts are with the families who have lost their loved ones. I pray for the swift recovery of all those injured. Our Embassy in Riyadh and Consulate in Jeddah are providing all possible assistance. Our…
— Narendra Modi (@narendramodi) November 17, 2025
أشعر بحزن عميق إزاء الحادث الذي وقع في المدينة المنورة، والذي راح ضحيته مواطنون هنود. أتقدم بخالص التعازي لأسر الضحايا، وأدعو بالشفاء العاجل لجميع المصابين. وتقدم سفارتنا في الرياض وقنصليتنا في جدة كل الدعم الممكن، كما أن مسؤولينا على تواصل دائم مع السلطات السعودية.
— Narendra Modi (@narendramodi) November 17, 2025


