প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলিকে যুক্ত করে অতি সক্রিয় প্রশাসন এবং সময় বেঁধে রূপায়ণের জন্য স্থাপিত আইসিটিভিত্তিক বহুমুখী মঞ্চ প্রগতি-র বৈঠকে পৌরোহিত্য করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত সড়ক পরিবহণ, বিদ্যুৎ এবং জলসম্পদ সম্পর্কিত ৬২,০০০ কোটি টাকার তিনটি বড় পরিকাঠামো প্রকল্পের পর্যালোচনা করেছেন। এই প্রকল্পগুলির কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি রূপায়ণের কাজে বিঘ্ন দূর করে সময়ের মধ্যে তা সমাপ্ত করার আহ্বান জানিয়েছেন।
প্রকল্প রূপায়ণে দেরির ফলে যে কূপ্রভাব পড়ে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে শুধুমাত্র ব্যয়বৃদ্ধি হয় তাই নয়, সাধারণ নাগরিক প্রয়োজনীয় পরিষেবা এবং পরিকাঠামো থেকে বঞ্চিত হয়। আর্থ-সামাজিক কল্যাণ বৃদ্ধি করতে সময় বেঁধে কাজ সম্পন্ন করার গুরুত্বে জোর দিয়ে তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকারিতা এবং দায়িত্ব পালনে অগ্রাধিকার দিতে বলেন।
রিয়েল এস্টেট রেগুলেটরি অথোরিটি (RERA) – এর সঙ্গে যুক্ত সাধারণ মানুষের অভিযোগের পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী বাড়ির ক্রেতাদের জন্য স্বচ্ছতা এবং সুবিচার নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক পথে বিরোধ নিষ্পত্তি করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি RERA আইনে সকল উপযুক্ত রিয়েল এস্টেট প্রকল্পের বাধ্যতামূলক নথিভুক্তিকরণ নিশ্চিত করতে বলেন রাজ্য সরকারগুলিকে।
আবাসনের বাজারে আস্থা ফিরিয়ে আনার জন্য RERA-র সংস্থানগুলি কঠোরভাবে মেনে চলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
ভারতে সেমি কন্ডাক্টর পরিমণ্ডলের উন্নয়ন সংক্রান্ত সেরা উপায়গুলি পরীক্ষা করেন প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, এই উদ্যোগগুলি অন্যদের জন্য দিকনির্দেশক হতে পারে এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই বিষয়টি গ্রহণ করার জন্য উৎসাহিত করতে পারে। যার থেকে জাতীয় সেমি কন্ডাক্টর কর্মসূচি শক্তিশালী হবে।
এই প্রগতি বৈঠক নিয়ে প্রায় ২০.৬৪ লক্ষ কোটি টাকার ৩৭৩টি প্রকল্পের কাজ খতিয়ে দেখা হয়েছে।
Chaired a PRAGATI meeting yesterday, where projects worth over Rs. 62,000 crore were reviewed, covering diverse sectors like roads, power, water resources, semiconductors and more. Emphasised on ensuring all infra projects are completed on time. Also deliberated on RERA-related…
— Narendra Modi (@narendramodi) May 29, 2025


