PM Modi to visit China, attend the 9th BRICS Summit
PM Modi to embark on first bilateral visit to Myanmar

প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদি চিনের জিয়ামেনে আগামী ৩-৫ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নবম ব্রিকস শিখরসম্মেলনে যোগ দেবেন| এর পর প্রধানমন্ত্রী ৫-৭ সেপ্টেম্বর মায়ানমার সফরেও যাবেন| 

এ উপলক্ষে বেশকিছু ফেসবুকপোস্টে প্রধানমন্ত্রী বলেছেন: 

“ নবম ব্রিকস শিখর সম্মেলনেযোগ দিতে আমি ৩-৫ সেপ্টেম্বর ২০১৭ চিনের জিয়ামেন সফর করব| 

ভারতের সৌভাগ্য হয়েছিল গতবছরের অক্টোবর মাসে গোয়ায় এর আগের শিখর সম্মেলন আয়োজন করার| আমি গোয়া শিখরসম্মেলনের সিদ্ধান্ত ও ফলাফলের ওপর ভিত্তি করে আরও এগিয়ে যাওয়ায় আশাবাদী| আমিএবারও চিনের চেয়ারম্যানশিপে শক্তিশালী ব্রিকসের লক্ষ্য পূরণে সহায়তাকারী ফলপ্রসূআলোচনা এবং ইতিবাচক ফলাফলের জন্য আশাবাদী| 

পাঁচটি দেশের শিল্পপতিদেরপ্রতিনিধিত্বে গঠিত ব্রিকস বাণিজ্য পরিষদের সঙ্গেও আমরা আলোচনা করব| 

তাছাড়া, আমি ৫ সেপ্টেম্বররাষ্ট্রপতি শি জিনপিং-এর আহ্বানে আয়োজিত “উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশ” নিয়ে একআলোচনায় ব্রিকসের সহযোগী দেশ সহ নয়টি অন্যান্য দেশের নেতাদের সঙ্গে ফলপ্রসূআলোচনায়ও আশাবাদী| 

শিখর সম্মেলনের ফাঁকেবিভিন্ন নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করার সুযোগও আমার হবে| উন্নয়ন ও শান্তিরজন্য সহযোগিতার ক্ষেত্রে এক দশক পার করে দ্বিতীয় দশক শুরু করা ‘ব্রিকসে’র ভূমিকাকেভারত বিশেষ মাত্রায় গুরুত্ব দিয়ে থাকে| বিশ্বের নানান প্রতিকুলতার মোকাবিলা করা এবংপৃথিবীর শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে ব্রিকসের বিশেষ অবদান রয়েছে| 

আমি ৫-৭ সেপ্টেম্বররিপাবলিক অফ ইউনিয়ন অফ মায়ানমারের রাষ্ট্রপতি মহামান্য ইউ. হুতিন জ’-এর আমন্ত্রণেমায়ানমার সফরে যাবো| আমি আগেও ২০১৪ সালে আসিয়ান-ভারত শিখর সম্মেলনের সময় এই সুন্দরদেশটি সফর করেছি, কিন্তু মায়ানমারে এটা হবে প্রথমবারের মত আমার দ্বিপাক্ষিক সফর| 

আমি রাষ্ট্রপতি ইউ. হুতিনজ’-এর সঙ্গে এবং স্টেট কাউন্সিলর, বিদেশমন্ত্রী ও রাষ্ট্রপতির দফতরের মন্ত্রী মহামান্য ড্য আন সাং স্যু কি’র সঙ্গেও আলোচনারজন্য আশাবাদী| ২০১৬ সালে এই দুই বিশিষ্টজনের ভারত সফরের সময় তাঁদের সঙ্গে আমারআলোচনার সুযোগ হয়েছিল| 

এই সফরে আমাদেরদ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে মায়ানমারে ভারত যে উন্নয়ন সহযোগিতার ব্যাপককর্মসূচি ও আর্থ-সামাজিক সহায়তার কাজ করছে, সেগুলো নিয়ে এবং আমরা একসঙ্গে কাজ করতেপারি এমন আরও ক্ষেত্র উদ্ভাবনার বিষয়ে আমরা আলোচনা করব| 

তাছাড়া নিরাপত্তা,সন্ত্রাস-প্রতিরোধ, বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, পরিকাঠামো ও বিদ্যুত এবংসংস্কৃতি নিয়ে আমাদের বর্তমান সহযোগিতার ক্ষেত্রকে আরও শক্তিশালী করার বিষয়ে আমরাআলোচনা করব| 

আমি প্রখ্যাত ঐতিহ্যের শহর‘বাগান’-এর সফরেও আশাবাদী, যেখানে ভারতের প্রত্নতাত্ত্বিক সংস্থা ‘আর্কেওলোজিক্যলসার্ভে অফ ইন্ডিয়া’ আনন্দ মন্দির সংস্কারে অসাধারণ ভূমিকা নিয়েছে| তাছাড়া গত বছরেরভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রচুর সংখ্যক বুদ্ধ-মন্দির ও ম্যুরালের পুনরুদ্ধারেও‘আর্কেওলোজিক্যল সার্ভে অফ ইন্ডিয়া’ কাজ করতে যাচ্ছে| 

আমি ইয়াঙ্গনে আমার সফরশেষ করব, যেখানে আমি ভারত ও মায়ানমারের মধ্যেকার সংযুক্ত ঐতিহ্যের প্রতীক বিভিন্নঐতিহাসিক ক্ষেত্র পরিদর্শন করব| 

আমি মায়ানমারে বসবাসকারীভারতীয় বংশোদ্ভুত মানুষদের সঙ্গেও সাক্ষাত ও আলোচনায় বিশেষভাবে আগ্রহী| শতাব্দীরথেকেও বেশি সময় ধরে এই মানুষরা সেখানে বসবাস করছেন| 

আমার দৃঢ় বিশ্বাস যে, এইসফর ভারত ও মায়ানমারের মধ্যেকার সম্পর্কের এক নতুন উজ্জ্বল অধ্যায়ের সূচনা করবেএবং আমাদের দুই দেশের সরকারের মধ্যে, আমাদের ব্যবসায়ী সমাজের মধ্যে এবং দুই দেশেরসাধারণ মানুষের মধ্যে আরও ঘনিষ্ট সহযোগিতার রূপরেখা তৈরিতে সহায়তা করবে|”

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Centre hikes MSP on jute by Rs 315, promises 66.8% returns for farmers

Media Coverage

Centre hikes MSP on jute by Rs 315, promises 66.8% returns for farmers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 23 জানুয়ারি 2025
January 23, 2025

Citizens Appreciate PM Modi’s Effort to Celebrate India’s Heroes