অধ্যাপক স্টিফেন হকিং-এরজীবনাবসানে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনিবলেছেন :
“ অধ্যাপক স্টিফেন হকিং ছিলেন একজন বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদ। তাঁর দুর্লঙ্ঘ্যবাধা অতিক্রম করার ক্ষমতা ও সংকল্প ছিল বিশ্ববাসীর কাছে এক প্রেরণার উৎস। তাঁরমৃত্যু এক দুঃখবহ ঘটনা। যে সমস্ত বিষয়ে তিনি পথ প্রদর্শন করে গেছেন, তা বিশ্বকে আমাদেরজন্য উন্নততর করে তুলেছে। তাঁর আত্মা চিরশান্তি লাভ করুক। ”
Professor Stephen Hawking was an outstanding scientist and academic. His grit and tenacity inspired people all over the world. His demise is anguishing. Professor Hawking’s pioneering work made our world a better place. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) March 14, 2018


