PM Modi lays Foundation Stone for Super Speciality Hospitals, Cancer Centre
PM Modi inaugurates new Trade Facilitation Centre and Crafts Museum
Blessings of the people are like the blessings of Almighty: PM Modi

বৃহস্পতিবারবারাণসী সফরকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মহামান্যপণ্ডিত মদন মোহন মালব্য ক্যান্সার সেন্টার এবং শতবার্ষিকী সুপার স্পেশালিটিহাসপাতালের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

অনুষ্ঠানেবক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা বিজ্ঞানে প্রযুক্তির ভূমিকাউত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। এই পরিস্থিতিতে দেশে শ্রেষ্ঠ চিকিৎসা ব্যবস্থাগড়েতোলার কাজে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, এই মুহূর্তে যাবিশেষভাবে জরুরি, তা হল দেশবাসীর কাছে, বিশেষত দরিদ্র সাধারণ মানুষের কাছে সুলভস্বাস্থ্য ব্যবস্থার সুযোগ পৌঁছে দেওয়া।

বৃহস্পতিবারবারাণসী সফরকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মহামান্যপণ্ডিত মদন মোহন মালব্য ক্যান্সার সেন্টার এবং শতবার্ষিকী সুপার স্পেশালিটিহাসপাতালের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

অনুষ্ঠানেবক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা বিজ্ঞানে প্রযুক্তির ভূমিকাউত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। এই পরিস্থিতিতে দেশে শ্রেষ্ঠ চিকিৎসা ব্যবস্থাগড়েতোলার কাজে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, এই মুহূর্তে যাবিশেষভাবে জরুরি, তা হল দেশবাসীর কাছে, বিশেষত দরিদ্র সাধারণ মানুষের কাছে সুলভস্বাস্থ্য ব্যবস্থার সুযোগ পৌঁছে দেওয়া।

বারাণসীর কবীরনগরএলাকাটিও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আইপিডিএস এবং ‘হৃদয়’ কর্মসূচির আওতায়সেখানে ভূগর্ভস্থ কেবল পাতার কাজ এবং ঐতিহ্যমণ্ডিত স্থানগুলিকে আলোকিত করারকর্মসূচিও প্রত্যক্ষ করেন তিনি । এছাড়াও, সেখানে তিনি আলাপচারিতায় মিলিত হন স্থানীয় ছাত্রছাত্রীদের সঙ্গে।

 

পরে,ডিএলডব্লিউ গ্রাউন্ডে কর্মচারী রাজ্য বিমা নিগমের একটি সুপার স্পেশালিটিহাসপাতালের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন বাণিজ্যিক সহায়তাদানকেন্দ্র ও কারুশিল্প সংগ্রহশালারও।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s GDP To Grow 7% In FY26: Crisil Revises Growth Forecast Upward

Media Coverage

India’s GDP To Grow 7% In FY26: Crisil Revises Growth Forecast Upward
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 16 ডিসেম্বর 2025
December 16, 2025

Global Respect and Self-Reliant Strides: The Modi Effect in Jordan and Beyond