প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নভরে উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছাজানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, ‘নভরে মুবারক! নববর্ষের সূচনায় প্রত্যেকেরজীবন যাতে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরে ওঠে আমি সেই কামনাই করি। প্রতিটিভারতীয়ই কাশ্মীরী পণ্ডিতদের সমৃদ্ধ সংস্কৃতির জন্য গর্ববোধ করে থাকেন”।
Navreh Mubarak! As the new year begins, I pray that everyone’s lives are blessed with tremendous happiness, prosperity and good health. Every Indian takes immense pride in the rich culture of the Kashmiri Pandit community.
— Narendra Modi (@narendramodi) March 19, 2018