হ্যাংঝাউ-তে এশিয়ান গেমস্ ২০২২ – এ পুরুষদের দলগত ৫০ মিটার রাইফেল থ্রি-পি বিভাগে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জেতার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বপ্নিল কুসালে, ঐশ্বরী প্রতাপ সিং তোমার এবং অখিল শেওরান-কে অভিনন্দন জানিয়েছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “এক অসাধারণ জয়, মর্যাদাপূর্ণ স্বর্ণ পদক এবং একটি বিশ্ব রেকর্ড! এশিয়ান গেমস্ – এ পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি-পি দলগত বিভাগে জয়ের জন্য স্বপ্নিল কুসালে, ঐশ্বরী প্রতাপ সিং তোমার এবং অখিল শেওরান-কে অভিনন্দন। তাঁরা ব্যতিক্রমী সংকল্প ও দলগত সংহতির পরিচয় রেখেছেন”।
A stupendous win, prestigious Gold and a world record! Congratulations to @KusaleSwapnil, Aishwary Pratap Singh Tomar and Akhil Sheoran for emerging victorious in the Men's 50m Rifle 3Ps team event at the Asian Games. They have shown exceptional determination and teamwork. pic.twitter.com/xhuMQUHKZ3
— Narendra Modi (@narendramodi) September 29, 2023


