০৭ মে, ২০২৫ তারিখে অপারেশন সিঁদুর নিয়ে প্রেস বিবৃতিতে ভারত বলেছে, তাদের জবাব ছিল নির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা প্রশমনকারী। বিশেষভাবে এটা বলা হয়েছে যে, পাকিস্তানী সেনা ছাউনি লক্ষ্য করে কোনও আঘাত হানা হয়নি। বিবৃতিতে এও বলা হয়েছে যে, ভারতে কোনও রকম সেনা আক্রমণ হলে, তার যোগ্য জবাব দেওয়া হবে। 
৭ ও ৮ মে’র মধ্যরাতে পাকিস্তানী সেনা ভারতের উত্তর-পশ্চিম এলাকার অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, ভাতিন্দা, আদমপুর, চন্ডীগড়, নাল, ফালোদি, উত্তর লাই এবং ভূজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এয়ার ডিফেন্স ব্যবস্থাপনা এবং ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড ব্যবহার করে সেগুলি প্রতিরোধ করা হয়েছে। এই হামলাগুলির বিভিন্ন ধ্বংস স্তুপ নানা জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে, যা পাকিস্তানের আক্রমণের প্রমাণ দিচ্ছে। 
ভারতীয় সেনাবাহিনী আজ সকালে পাকিস্তানের বিভিন্ন স্থানে এয়ার ডিফেন্স র‍্যাডার ও ব্যবস্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ভারত পাকিস্তানের মতো একইভাবে একই মাত্রায় জবাব দিয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, লাহোরে একটি এয়ার ডিফেন্স ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে। 
পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় গোলাগুলি চালানোর মাত্রা বাড়িয়েছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধর এবং রাজৌরি শাখায় মর্টার ও শেল বর্ষণ করা হচ্ছে।
পাকিস্তানের গোলাগুলিতে তিনজন মহিলা ও পাচঁ জন শিশু সহ ১৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতও পাকিস্তানকে জবাব দিতে মর্টার ও শেল বর্ষণ করতে বাধ্য হয়েছে। 
ভারতীয় সেনাবাহিনী উত্তেজনা প্রশমন না করতে নিজের প্রতিশ্রুতিবদ্ধতার কথা জানিয়েছে। তবে, অবশ্যই যদি পাক সেনাবাহিনীও এই চিন্তাভাবনা অনুযায়ী কাজ করে, তা হলেই তা মানা হবে। 

 

 

 

সরকারি বিজ্ঞপ্তি: প্রতিরক্ষা মন্ত্রক

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
India's energy sector records rapid growth in last 10 years, total installed capacity jumps 56%

Media Coverage

India's energy sector records rapid growth in last 10 years, total installed capacity jumps 56%
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM pays tributes to Dr. Syama Prasad Mukherjee on his Balidan divas
June 23, 2025

The Prime Minister Shri Narendra Modi today paid tributes to Dr. Syama Prasad Mukherjee on his Balidan Divas.

In a post on X, he wrote:

“डॉ. श्यामा प्रसाद मुखर्जी को उनके बलिदान दिवस पर कोटि-कोटि नमन। उन्होंने देश की अखंडता को अक्षुण्ण रखने के लिए अतुलनीय साहस और पुरुषार्थ का परिचय दिया। राष्ट्र निर्माण में उनका अमूल्य योगदान हमेशा श्रद्धापूर्वक याद किया जाएगा।”