Mr. Jacques Audibert, Diplomatic Advisor to the French President meets Prime Minister Modi

ফ্রান্সেরপ্রেসিডেন্টের কূটনৈতিক পরামর্শদাতা মিঃ জ্যাকুইস অডিবার্ট বুধবার এখানে সাক্ষাৎকরেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

মিঃ অডিবার্টেরসঙ্গে সাক্ষাৎকারকালে শ্রী মোদী ২০১৫ সালে তাঁর ফ্রান্স সফর এবং ২০১৬-তে ভারতেরসাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে ফরাসী প্রেসিডেন্ট মিঃওল্যাদ-এর এদেশ সফরের কথা স্মরণ করে বলেন যে, এই বিনিময় কর্মসূচি দ্বিপাক্ষিকসম্পর্ককে ভবিষ্যতের লক্ষ্যে আরও নিবিড় করে তুলতে সাহায্য করেছে।

শ্রী মোদী বলেনযে, ভারত ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিরক্ষা, মহাকাশ এবং অসামরিকক্ষেত্রে পরমাণু সহযোগিতাঁর গন্ডী অতিক্রম করে সন্ত্রাস দমন, নৌ-নিরাপত্তা এবংপুনর্নবীকরণযোগ্য জ্বালানি সহ আরও বিভিন্ন ক্ষেত্রে প্রসার লাভ করেছে।

আন্তর্জাতিকসৌর সমঝোতা গঠনের উদ্যোগকে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বিশ্ব প্রচেষ্টার এক বিশেষদিকচিহ্ন বলে বর্ণনা করেন ভারতের প্রধানমন্ত্রী। এই উদ্যোগকে সমর্থন ও সহযোগিতাকরার জন্য ফ্রান্সের বিশেষ প্রশংসাও করেন তিনি।

প্রসঙ্গত,স্মার্ট নগরী, নগর পরিবহণ এবং পরিকাঠামো উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতে আরও বেশিমাত্রায় দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারের আহ্বান জানান তিনি।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Manufacturing to hit 25% of GDP as India builds toward $25 trillion industrial vision: BCG report

Media Coverage

Manufacturing to hit 25% of GDP as India builds toward $25 trillion industrial vision: BCG report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 ডিসেম্বর 2025
December 12, 2025

Citizens Celebrate Achievements Under PM Modi's Helm: From Manufacturing Might to Green Innovations – India's Unstoppable Surge