I. দ্বিপাক্ষিক নথিসকল
১. ভারত সরকার এবং ফিজি প্রজাতন্ত্রের মধ্যে নকশা, নির্মাণ এবং ফিজিতে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল চালু ও রক্ষণাবেক্ষণ নিয়ে সমঝোতাপত্র
২. মেসার্স হিল লাইফ কেয়ার লিমিটেড এবং ফিজির স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা মন্ত্রকের মধ্যে জন ঔষধী প্রকল্পের অধীন ঔষধপত্র সরবরাহ নিয়ে চুক্তি
৩. মানক ক্ষেত্রে সহযোগিতা নিয়ে ফিজি প্রজাতান্ত্রিক সরকারের স্বার্থে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স (বিআইএস) এবং ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল মেজারমেন্ট অফ স্ট্যান্ডার্স (ডিএনটিএমএস)-এর মধ্যে বাণিজ্য, সহযোগিতা, অণু, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ ও যোগাযোগ মন্ত্রকের পক্ষ থেকে সমঝোতাপত্র
৪. মানব দক্ষতা বিকাশ এবং দক্ষতা প্রসারের ক্ষেত্রে ভারতের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনআইইএলআইটি) এবং ফিজির প্যাসিফিক পলিটেকের মধ্যে সমঝোতাপত্র
৫. কুইক ইমপ্যাক্ট প্রজেক্ট (কিউআইপি) রূপায়নে ভারতীয় অনুদান সহায়তার ক্ষেত্রে ভারত এবং ফিজি সরকারের মধ্যে সমঝোতাপত্র
৬. স্থানান্তর এবং গতিশীলতার ক্ষেত্রে ভারতে এবং ফিজি সরকারের মধ্যে ইচ্ছাপত্র
৭. ফিজির পক্ষ থেকে সুবায় ভারতীয় চ্যান্সেরি ভবন নির্মাণে ইজারা দলিল হস্তান্তরিত
৮. ভিলিমনি দোস্তি নিয়ে অংশীদারিত্বের স্বার্থে ভারত-ফিজি যৌথ বিবৃতি
II. ঘোষণা সমূহ
১. ২০২৬-এ ফিজি থেকে সংসদীয় প্রতিনিধি দল এবং গ্রেট কাউন্সিল অফ চিফস-এর প্রতিনিধিদলের ভারত সফর
২. ২০২৫-এ ভারতীয় নৌ জাহাজের ফিজি বন্দর সফর
৩. ফিজিতে ভারতীয় হাই কমিশনে প্রতিরক্ষা সংযুক্তি পদ সৃষ্টি
৪. রয়্যাল ফিজি সামরিক বাহিনীকে অ্যাম্বুলেন্স উপহার
৫. ফিজিতে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ সেল (সিএসটিসি) স্থাপন
৬. ভারত-প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক উদ্যোগে (আইপিওআই) ফিজির যোগদান
৭. ভারতীয় শিল্প মহাসংঘ (সিআইআই) এবং ফিজি কমার্স অ্যান্ড এমপ্লয়ার্স ফেডারেশন (এফসিইএফ)-এর মধ্যে সমঝোতাপত্র
৮. কৃষি ও গ্রামোন্নয়নে জাতীয় ব্যাঙ্ক (নাবার্ড) এবং ফিজি ডেভেলপমেন্ট ব্যাঙ্কের মধ্যে সমঝোতাপত্র
৯. ফিজি বিশ্ববিদ্যালয়ে হিন্দি ও সংস্কৃত শিক্ষককে ডেপুটেশনে পাঠানো
১০. চিনি শিল্প এবং মাল্টি এথনিক্স বিষয়ক মন্ত্রককে সয়েল টেস্টিং ল্যাবরেটরি সরবরাহ
১১. চিনি শিল্প এবং মাল্টি এথনিক্স বিষয়ক মন্ত্রকের অধীন ফিজি সুগার রিসার্চ ইন্সটিটিউটে কৃষি ড্রোন সরবরাহ
১২. ভারতে ফিজির পণ্ডিত দলের প্রশিক্ষণ সহায়তা
১৩. ফিজি-তে দ্বিতীয় জয়পুর ফুট ক্যাম্প
১৪. হিল ইন ইন্ডিয়া বা ভারতে আরোগ্য কর্মসূচির আওতায় উন্নত শুশ্রুষাদানের প্রস্তাব
১৫. ফিজির ক্রিকেটে দলের স্বার্থে ভারত থেকে ক্রিকেট প্রশিক্ষক
১৬. ফিজি সুগার কর্পোরেশনে বিশেষজ্ঞ আইটিইসি প্রতিনিধিদল পাঠানো এবং চিনি শিল্পকর্মীদের স্বার্থে বিশেষ আইটিইসি প্রশিক্ষণ
১৭. ফিজির বাজারে ভারতীয় ঘি জায়গা পাবে


