ক) কৌশলগত অংশীদারিত্ব পরিষদ 
•    জেড্ডায় ২২ এপ্রিল ২০২৫ তারিখে ভারত-সৌদি আরব কৌশলগত অংশীদারিত্ব পরিষদের (ইন্ডিয়া-সৌদি আরবিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল-এসপিসি) দ্বিতীয় বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সৌদি আরবের যুবরাজ তথা প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন। এসপিসি-র আওতায় বিভিন্ন কমিটি সাব-কমিটি এবং কর্মীগোষ্ঠীর কাজকর্ম খতিয়ে দেখা হয় বৈঠকে। রাজনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি-সব পরিসরই এই আলোচনার অন্তর্ভুক্ত ছিল। এরপর দুই নেতা কার্য বিবরণীতে সাক্ষর করেন। 
•    বিগত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের ক্রমবর্ধমান দ্বি-পাক্ষিক অংশীদারিত্বের বিষয়টি নিয়ে বিশদে আলোচনা হয়েছে। উঠে এসেছে যৌথ মহড়া, প্রশিক্ষণ কর্মসূচী, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার মতো প্রসঙ্গ। পরিষদ এক্ষেত্রে মন্ত্রী পর্যায়ের একটি কমিটি গড়ারও সিদ্ধান্ত নিয়েছে।  
•    দুদেশের মধ্যে সাংস্কৃতিক এবং মানুষে-মানুষে আদান-প্রদান নিবিড়তর হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে। এসপিসির আওতায় পর্যটন এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের কমিটি গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। 
•    ভারত সৌদি আরব কৌশলগত অংশীদারিত্ব পরিষদের আওতায় যেসব কমিটি গড়ে তোলা হবে সেগুলি হল :  
১) রাজনৈতিক, কূটনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা কমিটি।
২) প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা কমিটি।
৩) অর্থনীতি, শক্তি, বিনিয়োগ এবং প্রযুক্তি সংক্রান্ত সহযোগিতা কমিটি।
৪) পর্যটন এবং সংস্কৃতি বিষয়ক সহযোগিতা কমিটি।

খ) বিনিয়োগ সংক্রান্ত উচ্চস্তরীয় কর্মীগোষ্ঠী (হাই লেভেল টাস্কফোর্স অন ইনভেস্টমেন্ট-এইচএলটিএফ)  
•    শক্তি, পেট্রোকেমিক্যালস, পরিকাঠামো, প্রযুক্তি, ফিনটেক, ডিজিটাল প্রযুক্তি, টেলি যোগাযোগ, ফার্মাসিউটিক্যালস, উৎপাদন, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে ভারতে ১০০ বিলিয়ন ডলার লগ্নির প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। কর্মীগোষ্ঠীটি এই বিনিয়োগ প্রবাহ জোরদার করে তোলার দায়িত্ব এই কমিটির। 
•    ভারতে দুটি শোধনাগার নির্মাণে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 
•    বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা আরও জোরদার করে তুলতে কর সংক্রান্ত বিষয়ে এইচএলটিএফ-এর ভূমিকা অত্যন্ত কার্যকর হয়ে উঠেছে। 

গ) সমঝোতাপত্র/চুক্তি   
•    মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিকে শান্তিপূর্ণ কাজে লাগাতে দুদেশের মহাকাশ দফতরের মধ্যে চুক্তি।
•    স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে দুদেশের স্বাস্থ্য মন্ত্রকের মধ্যে চুক্তি।
•    ডোপিং-এর কুফল সম্পর্কে সচেতনতার প্রসারে সৌদি আরবের অ্যান্টি ডোপিং কমিটি এবং ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির মধ্যে চুক্তি।
•    ইনওয়ার্ড সারফেস পার্সেল সংক্রান্ত কাজ আরও দক্ষ করে তুলতে সৌদি পোস্ট কর্পোরেশন এবং ভারতের ডাক বিভাগের মধ্যে চুক্তি।  

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Rabi acreage tops normal levels for most crops till January 9, shows data

Media Coverage

Rabi acreage tops normal levels for most crops till January 9, shows data
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 13 জানুয়ারি 2026
January 13, 2026

Empowering India Holistically: PM Modi's Reforms Driving Rural Access, Exports, Infrastructure, and Global Excellence