প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, শ্রী অন্ন অথবা মোটা দানার শস্য – জোয়ার, বাজরা ও রাগির প্রচুর স্বাস্থ্যকর উপাদান রয়েছে ।
রাষ্ট্রসংঘে ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছিলেন, তাতে অনুপ্রাণিত হয়ে গ্র্যামী পুরস্কার বিজয়ী ভারতীয়–মার্কিন গায়িকা ফালু একটি গান রচনা করেছেন । এক ট্যুইট বার্তায় তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে জোয়ার, বাজরা ও রাগিকে জনপ্রিয় করে তুলতে, কৃষকদের এগুলির উৎপাদনে সহায়তা করতে এবং পৃথিবী থেকে ক্ষুধা দূরীকরণের জন্য একটি গান লিখেছেন ।
এই ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;
“@FaluMusic দারুণ এক উদ্যোগ নিয়েছেন! শ্রী অন্ন অথবা জোয়ার, বাজরা, রাগির মধ্যে পুষ্টিকর প্রচুর উপাদান রয়েছে । এই গানে খাদ্য নিরাপত্তা ও ক্ষুধা দূরীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সৃজনশীলভাবে মিশ্রিত হয়েছে ।”
Excellent effort @FaluMusic! There is abundance of health and well-being in Shree Ann or millets. Through this song, creativity has blended with an important cause of food security and removing hunger. https://t.co/wdzkOsyQjJ
— Narendra Modi (@narendramodi) June 16, 2023