স্বাস্থ্য পরিকাঠামোয় জোর

Published By : Admin | March 21, 2018 | 22:20 IST
QuoteCabinet approves continuation of the National Health Mission – w.e.f. 1st April 2017 to 31st March 2020 with a budgetary support of Rs. 85,217 crore as Central Share
QuoteCabinet approves continuation of the Prime Minister’s Development Package for Jammu & Kashmir 2015

স্বাস্থ্যপরিকাঠামোয় ব্যপক জোর দিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভা বুধবার জাতীয় স্বাস্থ্য মিশনকে ০১-০৪-২০১৭ থেকে ৩১-০৩-২০২০ পর্যন্ত চালিয়ে যাওয়ারঅনুমোদন দিল| এর জন্য কেন্দ্রীয় অংশের ব্যয় বরাদ্দ সহায়তার পরিমাণ ধরা হয়েছে৮৫,২১৭ কোটি টাকা|

তাছাড়াকেন্দ্রীয় মন্ত্রিসভা জম্মু-কাশ্মীরের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন প্যাকেজ ২০১৫–“পাঁচ বছর ধরে জেলা হাসপাতাল, উপ-জেলা হাসপাতাল এবং প্রাথমিকস্বাস্থ্যকেন্দ্রগুলোতে পরিকাঠামো তৈরির জন্য সহায়তা বৃদ্ধি” — কেও০১ এপ্রিল ২০১৭ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে, যার জন্যব্যয় বরাদ্দ সহায়তার পরিমাণ ধরা হয়েছে ৬২৫.২০ কোটি টাকা, যা সম্পূর্ণরূপেকেন্দ্রীয় তহবিলের প্রকল্প|

প্রধান বৈশিষ্ট্য:

১.সর্বজনীন স্বাস্থ্যকভারেজের (ইউ.এইচ.সি.) জন্য প্রধান বাহক হবে জাতীয় স্বাস্থ্য মিশন (এন.এইচ.এম.)

২.এর লক্ষ্য/উদ্দেশ্য জাতীয়স্বাস্থ্য নীতি, ২০১৭ এবং এস.ডি.জি.-থ্রি-এর সঙ্গে বিন্যস্ত করা হয়েছে|

৩.এন.এইচ.এম. দেশকে এম.ডি.জি. ’ রলক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং ইউ.এইচ.সি. ’ রলক্ষ্য সহ এস.ডি.জি.-থ্রি ’ র লক্ষ্যঅর্জনে প্রধান বাহক হবে|

৪.জন-স্বাস্থ্য পদ্ধতি, বিশেষকরে উচ্চাকাঙ্ক্ষার জেলাগুলো সহ উচ্চ অগ্রাধিকারের জেলাগুলোতে জন-স্বাস্থ্যপদ্ধতিকে শক্তিশালী করার কাজ করে যাবে এন.এইচ.এম.|

৫.নির্ধারিত স্বাস্থ্যসুরক্ষা থেকে সরে গিয়ে ব্যাপক প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা, যারমধ্যে রয়েছে এস.এইচ.সি./পি.এইচ.সি.-গুলোকে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার(এইচ.ডব্লিউ.সি.) হিসেবে শক্তিশালী করার মাধ্যমে সাধারণ অ-সংক্রামক রোগ, বয়সকালীনস্বাস্থ্য সুরক্ষা, উপশমকারী সুরক্ষা ও পুনর্বাসন সেবা ইত্যাদির জন্য সুরক্ষাদেওয়ার ব্যবস্থা|

৬.এইচ.ডব্লিউ.সি.-গুলোএন.সি.ডি. স্ক্রিনিং ও পরিচালনা প্রদান করা সহ প্রতিষেধক, প্রচারমূলক, নিরাময়মূলকও পুনর্বাসনমূলক পরিষেবা প্রদান করবে এবং এগুলোর মাধ্যমে একটি দু ’ দিনেররেফারেল ও পরবর্তী পদ্ধতির মাধ্যমে সি.এইচ.সি. ও ডি.এইচ.-গুলোকে যুক্ত করারসম্ভাবনা, যাতে সুরক্ষার বিচ্ছিন্নতা ঠেকিয়ে ধারাবাহিকতার উন্নয়ন ঘটানো যায়|সাধারণ এন.সি.ডি.-গুলোর জন্য বিনামূল্যের সর্বজনীন স্ক্রিনিং সহ বারোটি পরিষেবারপ্যাকেজ|

৭.উপ-স্বাস্থ্যকেন্দ্রপর্যায়ে ‘ মধ্য-পর্যায়ের স্বাস্থ্য পরিষেবাপ্রদানকারী ’ নিয়োগ করা, যিনি প্রাথমিক স্বাস্থ্যসুরক্ষা ও জন-স্বাস্থ্য সম্পর্কিত দক্ষতায় প্রশিক্ষিত থাকবেন|

৮.আয়ুষের সংহতির মাধ্যমেসুস্থ থাকার ওপর জোর দেওয়া এবং রোগের ক্ষেত্রে বিশেষত দুরারোগ্য রোগের ক্ষেত্রেপ্রতিরোধ ও স্বাস্থ্য সম্পর্কিত প্রচারে জোর দেওয়া|

৯.দক্ষতাকে উন্নীত করার জন্যপ্রধান স্বাস্থ্য সূচক ও অন্যান্য ক্ষেত্রের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা স্থির করা|

১০. প্রধান ফলাফল ও স্বাস্থ্য ক্ষেত্রেরসংস্কারের আরও ভালো কাজকে উত্সাহ দেওয়ার জন্য নির্ধারিত বর্ধিত তহবিলের আরওউদ্দেশ্যমূলক ফলাফল|

১১.স্বাস্থ্য ও সুস্থতার প্রতি সুদৃঢ় দৃষ্টিভঙ্গিসুনিশ্চিত করার জন্য সমস্ত ভার্টিকেল রোগ কর্মসূচির অনুভূমিক সংহতি|

১২.নিশ্চিত লক্ষ্য অর্জনের জন্য বিশেষ ভাবে তৈরিবিভিন্ন রণনীতি ও হস্তক্ষেপ|

১৩.জাতীয় স্বাস্থ্য মিশনের বিনামূল্যে ওষুধ ওরোগনির্ণয় পরিষেবার উদ্যোগ, প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালিসিস কর্মসূচি —পৃথক লক্ষ্য হিসেবেযুক্ত ও.ও.পি.ই.-তে (আউট অফ পকেট এক্সপেন্ডিচার) ছাড় দেওয়ার মত পদক্ষেপগুলোকেগতিশীল করার পাশাপাশি ও.ও.পি.ই. কম করার উপর বিশেষ গুরুত্বারোপ|

১৪.স্বাস্থ্য ক্ষেত্রে আন্তঃক্ষেত্রীয় কেন্দ্রাভিমুককাজের জন্য সহজলভ্য মঞ্চের কার্যকর ব্যবহার|

১৫.সামনের সারির কর্মীদের উত্সাহ দেওয়ার জন্য ও তাদেরমধ্যে সহযোগিতার মনোভাবকে এগিয়ে নিয়ে যেতে দলভিত্তিক সহায়তা|

১৬.সর্বজনীন স্বাস্থ্যের সুবিধা, কায়াকল্প, লক্ষ্য-এর শংসাপত্রেরমাধ্যমে গুণমানের ওপর বিশেষ জোর| সর্বজনীন স্বাস্থ্য সুবিধার ব্যবহার একসুনিশ্চিত লক্ষ্য|

১৭.সমস্ত রাজ্যগুলোতে টিকাকরণ বিস্তারের প্রস্তাব|

১৮.আয়ুষ্মান ভারতের অধীনে প্রস্তাবিত জাতীয় স্বাস্থ্যসুরক্ষা মিশনের সঙ্গে একে সংহত করা হবে|

প্রভাব:

এর ফলে যা হবে/সুবিধা হবে:

অ) এন.এইচ.এম.-এর জন্যনির্ধারিত লক্ষ্যকে ধারাবাহিক সময়ের মধ্যে অর্জন করা|

আ) নবজাতক মৃত্যু হার(এন.এম.আর.), শিশু মৃত্যু হার (আই.এম.আর.), পাঁচ বছরের কম বয়সীদের মৃত্যুহার(ইউ.-ফাইভ এম.আর.), মাতৃত্বকালীন মৃত্যুহার (এম.এম.আর.) এবং সম্পূর্ণ ফার্টিলিটিরহারের (টি.এফ.আর.) মত প্রধান স্বাস্থ্যসূচকে উন্নতি|

ই) সংক্রামক রোগের ঘটনা কমানো|

ঈ) স্বাস্থ্য সুরক্ষায় আউট অফপকেট খরচ (ও.ও.পি.ই.) কমিয়ে আনা|

উ) নিয়মিত টিকাকরণ পরিষেবার কভারেজ ওব্যবহার এবং অ-সংক্রামক রোগের পরিষেবার পরিস্থিতির পরিবর্তন|

 

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
RBI board approves record surplus transfer of ₹2.69 trillion to govt

Media Coverage

RBI board approves record surplus transfer of ₹2.69 trillion to govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 23 মে 2025
May 23, 2025

Citizens Appreciate India’s Economic Boom: PM Modi’s Leadership Fuels Exports, Jobs, and Regional Prosperity