প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বালিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ মার্কিন রাষ্ট্রপতি শ্রী জোসেফ আর বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন।
তাঁরা কৌশলগত এবং অত্যাধুনিক প্রযুক্তি, অ্যাডভান্সড্ কম্প্যুটিং, কৃত্রিম মেধা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা ও ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য গৃহীত পদক্ষেপের পর্যালোচনা করেছেন। কোয়াড, আইটুইউটু-র মতো নতুন নতুন গোষ্ঠীগুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নিবিড় সহযোগিতা বজায় থাকায় উভয় নেতা সন্তোষ প্রকাশ করেছেন।
তাঁরা আন্তর্জাতিক ও আঞ্চলিক ক্ষেত্রে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভারত – মার্কিন অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতি বাইডেনের নিরবচ্ছিন্ন সমর্থনের কারণে প্রধানমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন, জি-২০ গোষ্ঠীর সভাপতি হিসাবে দায়িত্ব পালনের সময় ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা বজায় থাকবে।