প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও-কে আভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“জাপানের নতুন প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও-কে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বিশেষ কৌশলগত ও বিশ্ব অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলতে এবং আমাদের অঞ্চলে ও এর বাইরে শান্তি-সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে তার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।”
Congratulations and best wishes to the new Prime Minister of Japan, H.E. Kishida Fumio. I look forward to working with him to further strengthen the 🇮🇳-🇯🇵 Special Strategic and Global Partnership and advance peace and prosperity in our region and beyond. @kishida230
— Narendra Modi (@narendramodi) October 4, 2021
日本の新しい内閣総理大臣に就任された岸田文雄閣下にお祝いを申し上げると共に今後のご活躍をご祈願します。印日戦略的グローバルパートナーシップの更なる強化、域内外における平和と繁栄の促進に向け共に働くことを楽しみにしております。@kishida230
— Narendra Modi (@narendramodi) October 4, 2021