লোকমান্য বাল গঙ্গাধর তিলকের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, লোকমান্য তিলকের জন্ম-জয়ন্তীতে তাঁকে কোটি কোটি প্রণাম। দেশভক্তির ভাবনায় ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন এই স্বতন্ত্রতা সেনানী। পাশাপাশি পূর্ণ স্বরাজের দাবিতে নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি। কৃতজ্ঞ দেশবাসী তাঁর এই অবদানকে কৃতজ্ঞচিত্তে সর্বদা স্মরণ করবে বলে প্রধানমন্ত্রী জানান।
लोकमान्य तिलक को उनकी जयंती पर कोटि-कोटि नमन। देशभक्ति की भावना से ओतप्रोत वे एक ऐसे स्वतंत्रता सेनानी थे, जिन्होंने पूर्ण स्वराज के लिए अपना जीवन समर्पित कर दिया। कृतज्ञ राष्ट्र उनके योगदान को सदैव स्मरण करता रहेगा। pic.twitter.com/1YJYz0tNbH
— Narendra Modi (@narendramodi) July 23, 2019