পাঞ্জাব ও হরিয়াণায় ১৮৭৮.৩১ কোটি টাকা ব্যয়ে ১৯.২ কিলোমিটার দীর্ঘ জিরাকপুর বাইপাস তৈরিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
April 09th, 03:09 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি পাঞ্জাব ও হরিয়াণায় ৬ লেনের জিরাকপুর বাইপাস প্রকল্পের অনুমোদন দিয়েছে। ১৯.২ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি তৈরি করতে ১৮৭৮.৩১ কোটি টাকা খরচ হবে। এর মাধ্যমে জাতীয় মহাসড়ক ৭ (জিরাকপুর – পাতিয়ালা) এবং জাতীয় মহাসড়ক ৫ (জিরাকপুর - পারওয়ানু) সংযুক্ত হবে। প্রধানমন্ত্রী জাতীয় মহাপরিকল্পনা কর্মসূচি মোতাবেক পরিবহন পরিকাঠামোর প্রসারে এ এক উল্লেখযোগ্য পদক্ষেপ।