প্রধানমন্ত্রী ২৭ নভেম্বর স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করবেন
November 25th, 04:18 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৭ নভেম্বর সকাল ১১টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ভারতীয় স্টার্ট-আপ স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করবেন। তিনি কক্ষপথে উপগ্রহ স্থাপনে সক্ষম স্কাইরুট-এর প্রথম রকেট বিক্রম-১-এর উন্মোচনও করবেন।