প্রধানমন্ত্রী আগামীকাল ছত্তিশগড় সফরে

October 31st, 12:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ছত্তিশগড় সফর করবেন। বেলা ১০ টা নাগাদ দিল কি বাত অনুষ্ঠানে সফল চিকিৎসাপ্রাপ্ত জন্মগত হৃদরোগে আক্রান্ত ২,৫০০ জন শিশুর সঙ্গে কথা বলবেন তিনি। নব রায়পুরে অটল নগরে সত্যসাঁই সঞ্জীবনী হাসপাতালে জীবনের উপহার নামক এক কর্মসূচিতে এই সব শিশুদের সফল চিকিৎসা হয়।