মিয়াগি প্রদেশের সেন্ডাইয়ে সেমিকন্ডাক্টর কারখানা পরিদর্শন প্রধানমন্ত্রীর
August 30th, 11:52 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাপানের প্রধানমন্ত্রী মাননীয় শিগেরু ইশিবার সঙ্গে মিয়াগি প্রদেশের সেন্ডাই সফর করেন। সেখানে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে জাপানের প্রথম সারির সংস্থা টোকিও ইলেকট্রন মিয়াগি লিমিটেড ঘুরে দেখেন দুই নেতা। আন্তর্জাতিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই জাপানি সংস্থার ভূমিকা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।