বিহারে বক্তিয়ারপুর – রাজগীর – তিলাইয়া রেল পথটিকে ডবল লাইনের করে তোলায় অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
September 24th, 03:05 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি আজ বিহারে বক্তিয়ারপুর – রাজগীর – তিলাইয়া রেল পথটিকে ডবল লাইনের করে তোলার প্রকল্পে অনুমোদন দিয়েছে। বিহারের চারটি জেলাজুড়ে ১০৪ কিলোমিটার দীর্ঘ এই রেল পথটিকে ডবল লাইনের করে তুলতে খরচ হবে প্রায় ২,১৯২ কোটি টাকা।